আইইবি নির্বাচন : দুই প্যানেলের পুনর্নির্বাচন দাবি

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১২:১৯  
ভোটে কারচুপি, অনিয়ম ও জালিয়াতির ঘটনার প্রতিবাদে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশর (আইইবি) নির্বাচন ২০২০-এ অংশগ্রহণকারী জাতীয়তাবাদী প্যানেলও নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এর আগে অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের একটি প্যানেল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পুনরায় নির্বাচন দাবি করে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রকৌশলী মো. মাহমুদ হোসেন ও প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউমের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অবিলম্বে জালিয়াতির নির্বাচন বাতিল করে গ্রহণযোগ্য ব্যবস্থাপনার অধীনে পুনরায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। অভিযোগ করা হয়েছে, বর্তমান ক্ষমতাসীন আইইবি সভাপতি আ. সবুর সমর্থিত প্রকৌশলী নুরুল হুদার প্যানেলকে জয়ী করার জন্য ক্ষমতাসীনরা ব্যাপক অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেয়। বহিরাগত লোক এনে সকাল থেকেই আইইবি অঙ্গন দখল করে রাখা হয়। বহিরাগতদের ব্যালট সরবরাহ করে ভুয়া ভোট দেয়ানো হয়। আইইবির গঠনতন্ত্র অনুযায়ী আইইবি অঙ্গনে ক্যাম্প স্থাপনের নিয়ম না থাকলেও তারা অসংখ্য ক্যাম্প স্থাপন করেছে। প্রকৌশলীদের নামে বহিরাগতদের ভুয়া আইডি কার্ড সরবরাহ করেছে। বৈধ ভোটাররা ব্যালট সংগ্রহ করতে গেলে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। ভুয়া ব্যালট দিয়ে বাক্স ভর্তি করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত আইইবি নির্বাচন ২০২০-এ তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের’ পক্ষ থেকে দুটি প্যানেল এবং জাতীয়তাবাদী সমর্থক প্রকৌশলীদের একটি প্যানেল। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের দুটি প্যানেলের মধ্যে একটির নেতৃত্ব দেন আইইবির বর্তমান ক্ষমতাসীনদের সমর্থক প্রকৌশলী মো. নুরুল হদার নেতৃত্বাধীন প্যানেল এবং অন্যটি বুয়েটের সাবেক ভিসি অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেল। জাতীয়তাবাদী সমর্থক প্রকৌশলীদের নেতৃত্ব দেন প্রকৌশলী মাহমুদ হোসেন ও প্রকৌশলী মিয়া মো. কাইউম।